বিরতির পরে ইউরোপের বিভিন্ন দেশে ফুটবল লিগ শুরু হয়ে যাচ্ছে শনিবার। লা লিগায় বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ নামছে প্রথম দিন। টেবলে এখন শীর্ষে আছে আতলেটিকো দে মাদ্রিদ। তিনটি ম্যাচ খেলে সব ক’টি জিতেছে দিয়েগো সিমিয়োনের ক্লাব। বার্সেলোনা রয়েছে আট নম্বরে (একটি করে জয়, হার, ড্র, পয়েন্ট ৪)। রিয়াল পাঁচে। পয়েন্ট ৫। শনিবার বার্সেলোনা নিজেদের মাঠে খেলবে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে। রিয়াল মাদ্রিদ মুখোমুখি হচ্ছে লেভান্তের।
ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে লিয়োনেল মেসির খেলার সম্ভাবনা নেই। তিনি নিজেই বলেছেন, ‘‘এখনও একা-একা অনুশীলন করছি। কবে মাঠে ফিরব তার কোনও নির্দিষ্ট তারিখ বলতে পারছি না। নানা মেডিক্যাল পরীক্ষা চলছে। একশো ভাগ সুস্থ হয়ে ফিরতে চাই। ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে খেলতে পারব না। দেখা যাক ডর্টমুন্ড ম্যাচ (চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে বার্সার খেলা ১৯ সেপ্টেম্বর) বা গ্রানাডার (লা লিগা, ২২ সেপ্টেম্বর) বিরুদ্ধে খেলতে পারি কি না।’’
মেসিকে এখনও না পাওয়া নিয়ে যখন বার্সায় তীব্র হতাশা দেখা দিয়েছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ