সিঙ্গাপুরে চলমান এশিয়া ওমেন্স জুনিয়র এএইচএফ কাপ হকি টুর্নামেন্টে আজ উজবেকিস্তানের বিপক্ষে মাছে নামছে বাংলাদেশ নারী হকি দল। সিঙ্গাপুরের সেংক্যাং হকি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিটে।
গতকাল কোনো খেলা ছিল না। বিশ্রাম পেলেও হালকা গা গরম করেছেন নারী খেলোয়াড়রা। উজবেকিস্তান নিয়ে ধারণা নেই। তবে খেলে আসা তিনটি ম্যাচের যে অভিজ্ঞতা হয়েছে তা কাজে লাগাতে চান মেয়েরা।
এর আগে প্রথম ম্যাচে হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ২-০তে হারিয়ে জয় পায় বাংলাদেশের মেয়েরা। বৃহস্পতিবার নিজেদের তৃতীয় ম্যাচে হংকংয়ের কাছে ১-০ গোলে লাড়াই করে হারে নারী হকি দল।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ