আফিফ হোসেন ধ্রুব, মাত্র ৬০ রানে ৬ উইকেট হারিয়ে দল যখন চাপের বোঝা মাথায় নিয়ে বাইশ গজে যান। তারপর চাপকে মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়ে শুরু করেন তার সৌরভ ছড়ানো ব্যাটিং। মাত্র ২৪ বলে হাফ সেঞ্চুরি করেন ধ্রুব। যদিও ম্যাচটি শেষ করে দিয়ে মাঠ ছাড়তে পারেননি। এমনকি আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি পর্যন্ত উদযাপন করেননি আফিফ।
সংবাদ সম্মেলনে এ বিষয়ে জানতে চাইলে আফিফ বলেন, ‘কখন ফিফটি হয়েছে খেয়াল করিনি। তখন চিন্তায় ছিল ম্যাচ যেন শেষ করতে হবে। ভাবনা ছিল একবারে ম্যাচ শেষ করেই উদযাপন করব। ম্যাচটা শেষ করতে পারিনি, তার আগে আউট হয়ে গেছি।’ উচ্ছাস নিয়ে তিনি আরও বলেন, সবারই ইচ্ছে থাকে এমন ইনিংস খেলে দেশকে জেতানোর। আমার সেই ইচ্ছাটা পূরণ হয়েছে।
উল্লেখ্য, সাকিব আল হাসানের জন্য ম্যাচটি ছিল ‘অন্যরকম’ এক পরীক্ষা! হতাশাগ্রস্ত একটি দলকে বের করে আনতে হবে পরাজয়ের বৃত্ত থেকে। কিন্তু এমন এক ম্যাচে কিনা ‘অলরাউন্ডার’ সাকিব ব্যর্থ! ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই তাকে আটকে দিল জিম্বাবুইয়ান! তবে বড় সাকিব ব্যর্থ হলেও ‘ছোট সাকিব’ খ্যাত আফিফ হোসেন ধ্রুব ঠিকই বাংলাদেশকে জয় এনে দিয়েছেন!
বিডি-প্রতিদিন/শফিক