ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ব্যাট করতে নেমে ১৯৭ রানের পাহাড় গড়েছে আফগানিস্তান। ম্যাচে ৩০ বলে ৬৯ রানের ঝড়ো ইনিংস খেলেন নাজিবউল্লাহ জাদরান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান করেছে আফগানরা। জিততে হলে ১৯৮ রান করতে হবে জিম্বাবুয়েকে।
আফগানদের উদ্বোধনী জুটিতে আসে ৫৭ রান। ষষ্ঠ ওভারে ১৩ রান করে সাজঘরে ফেরেন জাজাই। পরের ওভারেই আক্রমণাত্মক খেলতে থাকা গুরবাজকে ফেরান শন উইলিয়ামস। আউট হওয়ার আগে মাত্র ২৪ বলে ৫ চার ও ২ ছয়ের মারে ৪৩ রান করেন অভিষিক্ত গুরবাজ।
তিন নম্বরে নামা নাজিব তারকাই এবং চার নম্বরে আসগর আফগান দুজনই আউট হন সমান ১৪ রান করে। ইনিংসের ১৪তম ওভারে মাত্র ৯০ রানেই ৪ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় আফগানিস্তান। সেখান থেকে শেষের ৪০ বলে ১০৭ রান যোগ করেন নবী ও নাজিবউল্লাহ।
জিম্বাবুয়ের বোলার বিপক্ষে নবীই ঝড়ের শুরুটা করেছিলেন। টেন্ডাই চাতারার করা ১৭তম ওভারের শেষ চার বলে ৪টি ছক্কা মারেন তিনি। পরের ওভারের প্রথম তিন বলে ৩টি ছক্কা মারেন নাজিবউল্লাহও। শেষপর্যন্ত ৫ চার ও ৬ ছয়ের মারে নাজিব ৩০ বলে ৬৯ রান করে অপরাজিত থাকেন। ইনিংসের শেষ বলে আউট হওয়ার আগে ১৮ বলে ৩৮ রান করেন নবী
জিম্বাবুয়ের হয়ে দু’টি করে উইকেট নিয়েছেন টেন্ডাই চাতারা ও শন উইলিয়ামস।
এখন পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে ৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে জিম্বাবুয়ে। কিন্তু জিততে পারেনি একটিতেও। আজ তাদের লক্ষ্য থাকবে আফগানদের বিপক্ষে প্রথম জয় নিয়ে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখার। অন্যদিকে ২০ ওভারের ফরম্যাটে টানা ১০ ম্যাচ অপরাজিত আফগানিস্তান।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন