ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৮ রানে হেরেছে জিম্বাবুয়ে। ১৯৮ রানের বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৬৯ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। এনিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টানা অষ্টম জয় পেল আফগানিস্তান।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নির্ধারিত ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১৬৯ রান করে জিম্বাবুয়ে। এর আগে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান করে আফগানরা।
টি-টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের সঙ্গে মুখোমুখি লড়াইয়ে এখন ৮-০ ব্যবধানে এগিয়ে রইলো আফগানিস্তান। এছাড়াও কুড়ি ওভারের ফরম্যাটের বিশ্বরেকর্ড, টানা ১১তম জয় এটি আফগানদের।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন