অ্যাশেজে স্বপ্নের ছন্দে আছেন স্টিভ স্মিথ। রেকর্ড গড়েই চলেছেন। গত শুক্রবারও রেকর্ড গড়েছেন স্মিথ। তিনি বর্তমানে বিশ্বের দ্বিতীয় ব্যাটসম্যান যিনি টেস্টে টানা ছয় ইনিংসে ৮০ বা তার বেশি রানের ইনিংস খেলেছেন।
পঞ্চম টেস্টে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসে ২২৫ রানের মধ্যে স্মিথ একাই করেছেন ৮০ রান। টেস্টে টানা ৬ ইনিংসে ৮০ বা তার বেশি রানের কৃতিত্ব ৭১ বছর আগে গড়েছিলেন স্যার এভার্টন উইকস। সেই নজির এবার স্পর্শ করলেন স্মিথ। দ্বিতীয় ইনিংসে ৮০ বা তার বেশি রান করতে পারলেই উইকসকে টপকে যাবেন স্মিথ।
আরও একটি রেকর্ড শুক্রবার করেছেন স্মিথ। টেস্টে একটি প্রতিপক্ষের বিরুদ্ধে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ডও এখন স্মিথের দখলে। ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ৬ ইনিংসে স্মিথের রান ১৪৪, ১৪২, ৯২, ২১১, ৮২, ৮০।
চলতি অ্যাশেজে ইতিমধ্যেই করে ফেলেছেন ৭৬১ রান। দ্বিতীয় ইনিংসে দ্বিশতরান করতে পারলে স্যর ডন ব্র্যাডম্যানকে টপকে যাবেন স্মিথ। একটি অ্যাশেজ সিরিজে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড ব্র্যাডম্যানের দখলে। ১৯৩০ সালে ৯৭৪ রান করেছিলেন ব্র্যাডম্যান।
বিডি প্রতিদিন/ তাফসীর আব্দুল্লাহ