১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৮:৪২

কাশ্মীর ইস্যুতে আবারও কড়া বার্তা আফ্রিদির

অনলাইন ডেস্ক

কাশ্মীর ইস্যুতে আবারও কড়া বার্তা আফ্রিদির

ফাইল ছবি

কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের ক্রিকেট মহল একের পর এক মন্তব্য করে চলেছে। সেই তালিকায় জাভেদ মিঁয়াদাদ থেকে শুরু করে রয়েছেন শহীদ আফ্রিদি। প্রত্যেকেই একাধিক মঞ্চ থেকে ভারতকে হুমকি দিয়ে চলেছেন। আফ্রিদি আরও একবার খোলা মঞ্চ থেকে ভারতকে হুমকি দিলেন। এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীরের মানুষের পাশে থাকার আহ্বান দিয়েছিলেন। আফ্রিদি যেন ইমরানের কথাগুলোই আরও একবার বলে গেলেন। শুক্রবার পাকিস্তানের অধিকৃত কাশ্মীরের মুজফফরাবাদে ভারতের বিরুদ্ধে পাকিস্তানিদের একত্রিত হওয়ার ডাক দিয়েছিলেন ইমরান। আফ্রিদিও এবার একই কথা বলে গেলেন।

আফ্রিদি প্রশ্ন তুলেছে, কেন বারবার মুসলিম সম্প্রদারের উপরই এমন অন্যায়-অবিচার করা হচ্ছে! তিনি বলেছেন, সারা বিশ্বে যেখানেই মানুষের উপর অন্যায়-অবিচার হবে পাকিস্তানিরা সোচ্চার হবে, প্রতিবাদ করবে। এর আগেও বিভিন্ন সময় একাধিকবার ভারত ও ভারত সরকারের বিরুদ্ধে কথা বলেছেন আফ্রিদি। কিছুদিন আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সমালোচনা করেছিলেন পাকিস্তানের ক্রিকেট তারকা। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর