১৫ সেপ্টেম্বর, ২০১৯ ০৯:১০

ধোনিকে নিয়ে বিতর্কিত সেই টুইটের ব্যাখ্যা দিলেন কোহলি

অনলাইন ডেস্ক

ধোনিকে নিয়ে বিতর্কিত সেই টুইটের ব্যাখ্যা দিলেন কোহলি

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ শুরুর আগে ধোনিকে নিয়ে বিতর্কিত সেই টুইটের জবাব দিলেন ভারতের অধিনায়ক বিরাট কোহলি।

রবিবার ধর্মশালায় প্রোটিয়াদের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামছে ভারত।

শনিবার প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে ধোনিকে তার টুইটের ব্যাখ্যা দিলেন কোহলি।

বৃহস্পতিবার থেকে হঠাৎ ধোনিকে নিয়ে কোহলির টুইটে তোলপাড় হয়ে পড়ে যায় নেট দুনিয়া। টুইটারে মাহেন্দ্র সিংহ ধোনির সঙ্গে তার ‘রানিং বিটউন দ্য উইকেট’-এর একটি ছবি পোস্ট করে কোহলি লেখেন, ‘এই ম্যাচটার কথা কখনও ভুলতে পারব না। ওটা ছিল স্পেশাল নাইট। এই লোকটার সঙ্গে রান নেওয়া মানেই ফিটনেস টেস্ট দেওয়া।’

কোহলির এই টুইটের পরই দেশজুড়ে সাবেক ভারত অধিনায়ক ধোনির অবসর ঘোষণা নিয়ে শুরু হয়ে যায় জল্পনা। ধোনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছে কিনা, তা জানতে চেয়ে ভক্তরা সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করতে থাকেন। অনেকে আবার দাবি করেন, ধোনি কবে অবসর নেবেন, তা ভালো করেই জানেন কোহলি। তাই পুরনো স্মৃতি তুলে ধরে পূর্বসূরিকে শ্রদ্ধা জানিয়েছেন তিনি।

ধোনির অবসর নিয়ে মুখ খুলতে বাধ্য হয়েছেন জাতীয় নির্বাচক কমিটির চেয়ারম্যান এমএসকে প্রসাদও। ধোনির অবসরের খবর গুজব বলে টুইটারে প্রসাদ লেখেন, ‘কোথা থেকে এই খবর রটেছে জানি না। তবে এটি গুজব। আমার কাছে ধোনির অবসর নিয়ে কোনও খবর নেই।’

পরে টুইট করে একই কথা বলেন ধোনি পত্নী সাক্ষী।

আগে মুখ না-খুললেও এদিন সংবাদিক সম্মেলনে ধোনিকে নিয়ে তার টুইট প্রসঙ্গে কোহলি বলেন, ‘কোনও কিছু ভেবে আমি ওই টুইট করিনি। বাড়িতে বসে পুরনো ছবি ঘাঁটতে ঘাঁটতে ওই ছবিটা খুঁজে পাই। কিন্ত তা পোস্ট করতেই যে খবর হয়ে যাবে ভাবিনি।’ 

তবে এই ঘটনা থেকে তিনি যে শিক্ষা নিয়েছেন, তা জানাতে ভোলেননি ভারত অধিনায়ক। কোহালির উপলব্ধি, তিনি যেভাবে ভাবছেন, বাকিরা যে একইভাবে ভাববেন, এমন কোনও কারণ নেই।

২০১৬ টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের কথা উল্লেখ করেছিলেন বিরাট। বিশ্বকাপের গ্রুপের শেষ ম্যাচে (কার্যত যা ছিল কোয়ার্টার ফাইনাল) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ধোনির সঙ্গে তার ‘রানিং বিটউন দ্য উইকেট’ এদিন ফেসবুক ও টুইটারে আপলোড করেছিলেন কোহলি। এই ম্যাচে ১৬১ রান তাড়া করতে নেমে প্রথম দিকে সমস্যায় পড়েছিল ভারত। কিন্তু ধোনি ও কোহলির ব্যাটে পাঁচ বল বাকি থাকতেই ম্যাত জিতেছিল ভারত।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর