১৬ সেপ্টেম্বর, ২০১৯ ০৫:৪০

তবুও অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

তবুও অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়া

ওভালে ইংল্যান্ডের বিপক্ষে জিততে হলে দ্বিতীয় ইনিংসে ৩৯৯ রান প্রয়োজন ছিল অস্ট্রেলিয়ার। কিন্তু বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৩৬ রানে পরাজিত হয় অজিরা। ফলে একদিন হাতে রেখেই জয় তুলে নেয় ইংল্যান্ড। 

সিরিজ অমিমাংসিত থাকলো ২-২ এ। একটি টেস্ট হয়েছিল ড্র। তবে ম্যাচ হেরেও অ্যাশেজ ধরে রাখার উল্লাসে মাতেন অস্ট্রেলিয়ান খেলোয়াড়েরা।

ওভাল টেস্টে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য অস্ট্রেলিয়াকে ৩৯৯ রানের লক্ষ্য দেয় স্বাগতিক ইংল্যান্ড। কিন্তু জবাব দিতে নেমে ম্যাথ্যু ওয়েডের দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও হার মানতে হলো অজিদের।

৭৭ ওভার খেলে ২৬৩ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। ১১৭ রানের অনবদ্য এক ইনিংস খেলেন ওয়েড। এছাড়া ইংলিশ বোলারদের সামনে আর কেউ দাঁড়াতেই পারেনি। অন্যদিকে অস্ট্রেলিয়ার নিয়মিত পারফরমার স্টিভেন স্মিথ আউট হয়ে যায় ২৩ রানে।

প্রথমবারের মত এই সিরিজে স্মিথ ফিফটির নিচে আউট হওয়ার পরই নিশ্চিত হয়ে যায় অস্ট্রেলিয়ার পরাজয়। 

দ্বিতীয় ইনিংসে ইংলিশদের হয়ে ৪টি করে উইকেট নেন ব্রড ও লিচ। বাকি দুইটি উইকেট শিকার করেন জো রুট। ম্যাচসেরা হয়েছেন ইংল্যান্ডের জোফরা আর্চার।


বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর