২৫ সেপ্টেম্বর, ২০১৯ ১৯:৫১

টেস্টে ভালো করাই মূল লক্ষ্য ছিল : রশিদ খান

অনলাইন ডেস্ক

টেস্টে ভালো করাই মূল লক্ষ্য ছিল : রশিদ খান

ফাইল ছবি

টানা বৃষ্টির কারণে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনাল ম্যাচটি মঙ্গলবার পণ্ড হয়েছে। এতে করে বাংলাদেশ ও আফগানিস্তানকে যৌথভাবে চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে।

বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনাল খেলতে পারেনি আফগানিস্তান। এতে হতাশা ঝড়েছে আফগান অধিনায়ক রশিদ খানের। তবে এই সফরে তাদের মূল লক্ষ্য ছিলো একমাত্র টেস্ট সিরিজে ভালো করা।

ফাইনাল পরিত্যক্ত হবার পর রশিদ বলেন, ‘টেস্ট ম্যাচ থেকেই দল হিসেবে আমরা ভালো খেলছি এবং ছেলেরা দুর্দান্ত ও অসাধারণ পারফরমেন্স করেছে। আমাদের মূল লক্ষ্য ছিলো টেস্ট ম্যাচ। সেখানে ভালো পারফরমেন্স করার জন্য আমরা মুখিয়ে ছিলাম।’

টি-২০ সিরিজেও দল ভালো করেছে বলে জানান রশিদ, ‘টেস্টের পর আমরা টি-২০ সিরিজের প্রথম দু’ম্যাচেও ভালো করেছি। জিম্বাবুয়ে-বাংলাদেশের বিপক্ষে আমাদের পারফরমেন্স দারুন ছিলো। এমন দেখতে পারা আনন্দের।’

চট্টগ্রামে এক মাত্র টেস্টে ১১ উইকেট শিকার করেছেন রশিদ। ঐ টেস্ট দিয়েই বিশ্বের সর্বকনিষ্ট অধিনাায়ক হিসেবে নেতৃত্ব দেয়ার বিশ্বরেকর্ড গড়েন তিনি। টেস্ট ম্যাচে ভালো করার পেছনে স্পিন লিজেন্ড শ্রীলংকার মুত্তিয়া মুরলিধরন ও অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নের অবদান বলে স্বীকার করেন রশিদ। তিনি বলেন, ‘আমি মুরলিধরন এবং ওয়ার্নকে জিজ্ঞাসা করেছিলাম, টেস্টের জন্য বল করতে হলে কীভাবে মানসিক প্রস্তুতি নিতে হবে। দু’জনই আমাকে একটাই পরামর্শ দিয়েছেন, নিজেকে কখনো পরিবর্তন করো না। সব ধরনের পরিস্থিতিতেই শান্ত থাকবে। শুধুমাত্র সঠিক লাইন-লেন্থ বজায় রেখে বল করতে হবে। এক্ষেত্রে সবচেয়ে বেশি উন্নতি করতে হবে। ব্যাটসম্যানকে সমস্যায় ফেলার চেষ্টা করতে হবে। তাদের কথাগুলো আমার মনের মধ্যে গেঁথে গেছে এবং আমি তাই করার চেষ্টা করেছি।’

তাই একমাত্র টেস্টে নিজের বোলিং-এ কোন বৈচিত্র্য আনেননি বলে জানান রশিদ, ‘আমি আমার বোলিংয়ে কোনো পরিবর্তন আনতে চাইনি। নিজের যতটুকু সামর্থ্য, তা দিয়ে বল করার চেষ্টা করেছি। মানসিকভাবে শক্ত থাকার চেষ্টা করেছি। টেস্টে ঘণ্টায় এক, দুই ঘণ্টায় তিন বা এক ঘণ্টায় দুই উইকেট নেবো। কিন্তু আমি যদি চিন্তা করি, আমিতো ভালো বোলার আমাকে পাঁচ-ছয়টা উইকেট নিতে হবে। তবে চাপ নিয়ে ভালো বল করা সম্ভব নয়। নিজের প্রতি আত্মবিশ্বাস থাকলে সাফল্য পাওয়া যাবে।’

বিডি প্রতিদিন/এনায়েত করিম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর