দীর্ঘ ১৬ মাস পর ঘরের মাঠে হারের স্বাদ পেল পিএসজি। লিগ ওয়ানে ঘরের মাঠে অপরাজেয় হয়ে উঠা টমাস টুখেলের শিষ্যদের হারিয়েছে দ্বিতীয় সারি থেকে উঠে আসা দল স্তাদে রানস। ফ্রান্সের শীর্ষ লিগে বুধবার রাতে ম্যাচে ২-০ গোলে হেরে যায় পিএসজি।
ম্যাচের ২৯তম মিনিটে শিরোপাধারীদের হতবাক করে দিয়ে এগিয়ে যায় রানস। সতীর্থের কর্নারে হেডে বল জালে পাঠান ফরাসি মিডফিল্ডার কামারা। ৪৪তম মিনিটে আরেকটি ধাক্কা খায় পিএসজি।
যোগ করা সময়ের শেষ দিকে আরেক গোল খেয়ে বসে পিএসজি। দারুণ এক বাইসাইকেল কিকে রানসের অসাধারণ এক জয় নিশ্চিত করেন ফরাসি ফরোয়ার্ড দিয়া।
লিগে ২২ ম্যাচ পর ঘরের মাঠে হারল পিএসজি। এর মধ্যে ২০টিতে জিতেছে ও দুটিতে ড্র করেছে তারা। এর আগে সবশেষ ২০১৮ সালের মে মাসে হেরেছিল গত দুবারের লিগ চ্যাম্পিয়নরা।
এবারের লিগে দ্বিতীয় হারের স্বাদ পাওয়া পিএসজি সাত ম্যাচে পাঁচ জয়ে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
বিডি প্রতিদিন/এনায়েত করিম