নেইমারের বার্সায় ফিরে আসা নিয়ে গুঞ্জনের শেষ নেই। সর্বশেষ ইউরোপিয়ান ট্রান্সফার উইন্ডোতে কয়েকদফা আলোচনার পরও সেই পিএসজিতেই থাকতে হয় ব্রাজিলিয়ান তারকাকে। এ নিয়ে আবারও মুখ খুললেন লিওনেল মেসি। তিনি জানিয়েছিলেন, ক্লাবের সদিচ্ছা না থাকায় নেইমার আসতে পারেনি। নতুন করে জানালেন ক্লাবেরই অনেকে চায় না সে ফিরুক।
রেডিও মেট্রোতে এক সাক্ষাৎকারে মেসি বলেন, ‘নেইমারের সঙ্গে আমাদের প্রচুর কথা হয়। আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, যেখানে লুইস সুয়ারেজও আছে।’
‘তার এখানে ফেরাটা বেশ কঠিনই। সে যেভাবে বার্সা ছেড়েছে। ক্লাবের অনেক মেম্বার ও কিছু মানুষই চায় না সে ফিরে আসুক।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ