Bangladesh Pratidin || Highest Circulated Newspaper
শিরোনাম
প্রকাশ : ৯ নভেম্বর, ২০১৯ ১৪:৪৬

দিল্লি ক্যাপিটালসে অশ্বিন, যা বললেন পন্টিং

অনলাইন ডেস্ক

দিল্লি ক্যাপিটালসে অশ্বিন, যা বললেন পন্টিং
ফাইল ছবি

আগামী মৌসুমে আইপিএলের জন্য দিল্লি ক্যাপিটালস দলে অশ্বিন যোগ দেওয়ায় খুশি কোচ রিকি পন্টিং। তিনি বলেছেন, অশ্বিন যে কোন দলেরই শক্তিবৃদ্ধি করার ক্ষমতা রাখেন। 

দিল্লির কোচ বিবৃতিতে বলেছেন, ‘‘অশ্বিন যে কোন দলের সম্পদ। আমাদের দলেরও শক্তিবৃদ্ধি করবে ও। সবাই জানে, আমাদের ঘরের মাঠের পিচ ধীর গতির। যা স্পিনারদের সাহায্য করে। আমার বিশ্বাস, অশ্বিন যে রকম বুদ্ধিমান বোলার, এই পিচে বল করার সময় দারুণ প্রভাব ফেলতে পারবে।’’

এদিকে, কিংস ইলেভেন পঞ্জাব দলের ভক্তদের অভিনন্দন জানিয়েছেন অশ্বিন। তিনি বলেছেন, ‘‘গত দু’বছর কিংস ইলেভেন পঞ্জাব দলের সঙ্গে কাটানো মুহূর্তগুলো ভুলব না। সতীর্থদের মনে পড়বে। নতুন চ্যালেঞ্জের দিকে এগিয়ে যাওয়াই আমার লক্ষ্য। এই দু’বছর যেভাবে অকুষ্ঠ সমর্থন পেয়েছি, তার জন্য ভক্তদের ধন্যবাদ।’’

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ


আপনার মন্তব্য