সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি সিরিজের শিরোপা নির্ধারণী ম্যাচে হ্যাটট্রিকসহ ৭ রানে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের কাছ থেকে জয় কেড়ে নেন ভারতের দীপক চাহার। এর দু'দিন পর আবারও হ্যাটট্রিক করে বসছলেন এই তরুণ পেসার।
আজ মঙ্গলবার ভারতের ঘরোয়া সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে বিদর্ভের বিপক্ষে এ হ্যাটট্রিক করেন রাজস্থানের এই পেসার।
এদিন, ২০ ওভারের জায়গায় ম্যাচটি অনুষ্ঠিত হয় ১৩ ওভারে। এরপরও দাপট কমেনি চাহারের। নিজের শেষ ওভারে সব মিলিয়ে ৪ উইকেট সংগ্রহ করেন চাহার। এর মধ্যে শেষ তিন বলে আসে ৩ উইকেট। এই ম্যাচে একটি মেডেন ওভারও করেন তিনি।
বিডি-প্রতিদিন/মাহবুব