ফরাসি লিগ ওয়ানে শুক্রবার লিলকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে প্যারিস সেইন্ট-জার্মেইন। এই ম্যাচের মাধ্যমেই হ্যামস্ট্রিংয়ের ইনজুরি থেকে ফিরেছেন ব্রাজিলিয়ান তারকা নেইরা। ১৩ অক্টোবর নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন নেইমার।
নিজেদের মাঠে ১৭ মিনিটের মাথায় গোল করেন পিএসজির আর্জেন্টাইন তারকা মাওরো ইকার্দি এবং ৩১ মিনিটে গোল করেন আরেক আর্জেন্টাইন অ্যাঞ্জেল ডি মারিয়া। আগের লড়াইয়ে লিলের মাঠে ৫-১ গোলের বড় ব্যবধানে হেরেছিল পিএসজি।
১৪ ম্যাচে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। ১৪ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে লিলের অবস্থান সাত নম্বরে।
বিডি প্রতিদিন/ফারজানা