উয়েফা চ্যাম্পিয়নস লিগের ম্যাচে আজ রাতে ফরাসি লিগের চ্যাম্পিয়ন পিএসজির বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অ্যাওয়ে ম্যাচে পিএসজির বিপক্ষে ৩-০ গোলে হেরে এসেছে সান্তিয়াগো বার্নাব্যুর দলটি।
ফরাসি কোচ জিনেদিন জিদান ঘরের মাঠে রিয়ালকে জেতাতে পারবেন কী না সেটা সময়ই বলে দেবে। এরই মধ্যে তিনি ১৯ জনের স্কোয়াড ঘোষণা করেছেন।
জিদানের ঘোষিত ১৯ সদস্যের দল:
গোলরক্ষক: থিবো কোর্তোয়া, আরিওলা এবং দিয়েগো
ডিফেন্ডার: দানি কারবাহাল, এডার মিলিতাও, সার্জিও রামোস, রাফায়েল ভারানে, মার্সেলো এবং ফারল্যান্ড মেন্ডি
মিডফিল্ডার: টনি ক্রুস, লুকা মদ্রিচ, ক্যাসেমিরো, ফেদে ভালভারদে এবং ইসকো
ফরোয়ার্ড: এডেন হ্যাজার্ড, করিম বেনজেমা, গ্যারেথ বেল, লুকা জোভিক এবং রদ্রিগো।
বাংলাদেশ সময় রাত দুইটায় মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ-পিএসজি। ম্যাচটি সরাসরি সনি টেন ১ এর পর্দায় দেখা যাবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ