দক্ষিণ আফ্রিকার ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট জানসি সুপার লীগ (এমএসএল) থেকে আবেগময় বিদায়ের সময় সবার কাছ থেকে আরো সম্মান প্রত্যাশা করেছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট কিংবদন্তি ক্রিস গেইল। ফ্র্যাঞ্চাইজি লীগের এবারের আসরে এখনো কোন জয় পায়নি তার দল গেইলের জোজি স্টারস। ব্যাট হাতে অনুজ্জ্বল ছিলেন স্বয়ং ক্যারিবীয় তারকাও। ছয় ম্যাচে অংশ নিয়ে তিনি করেছেন মাত্র ১০১ রান। এর মধ্যে আবার শেষ ম্যাচে ঝড়ো ব্যাটিং করে সংগ্রহ করেছেন ৫৪ রান।
মৌসুম শেষে বিশ্রামের পরিকল্পনা করা এই টি-টোয়েন্টি বিশেষজ্ঞ বলেন, ‘দুই বা তিন ম্যাচে পারফর্ম করতে না পারলেই দলের বোঝা হয়ে যায় ক্রিস গেইল। আমি শুধু এই দলের বিষয়ে বলছি না। বছরের পর বছর ধরে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লীগে খেলার অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এটি আমার বিশ্লেষণ। ব্যাপারটা এমন যে শুধু একজনই দলের জন্য বোঝা। এ নিয়ে কলহও হয়। লোকে মনে রাখে না তাদের জন্য কী করেছি। আমি সম্মান পাই না। অতীতে তাদের জন্য কি করেছি সেটি মানুষ ভুলে যায়। আমি কোন সম্মান পাই না।’
বিডি-প্রতিদিন/মাহবুব