নিশ্ছিদ্র নিরাপত্তায় ক্যাম্প ন্যু'তে বুধবার মৌসুমের প্রথম এল ক্লাসিকো। নিরাপত্তায় কড়াকড়ির কারণ ক্যাটালোনিয়ার ‘স্বাধীনতা সংগ্রাম’ ঘিরে বার্সেলোনার সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা। যে কারণে একবার এই ম্যাচ বাতিলও হয়েছে।
সোশ্যাল নেটওয়ার্কে একটি গোষ্ঠী ম্যাচের দিন স্টেডিয়ামের বাইরে ও ভিতরে প্রতিবাদের প্রচ্ছন্ন হুমকি দেওয়ায় বুধবারের ক্লাসিকোর আগে উত্তেজনা তৈরি হয়েছে। স্পেন সরকার এই গোষ্ঠীকে ‘অপরাধীদের ডেরা’ হিসেবে মন্তব্য করেছে।
ক্যাটালোনিয়ার পুলিশ দফতর অবশ্য সবাইকে আশ্বস্ত করে জানিয়েছে, কোথাও কোনও সমস্যা হবে না। এমনকি করিম বেনজেমাদের নিয়ে রিয়ালের বাস নির্বিঘ্নেই স্টেডিয়ামে প্রবেশ করবে।
এ দিকে, লিওনেল মেসি ম্যাচ নিয়ে অনেক কথা বললেন প্রচারমাধ্যমে। যার মূল সুর, ক্রিশ্চিয়ানো রোনালদো না থাকলেও রিয়াল মাদ্রিদকে হারানো রীতিমতো কঠিন। বললেন, ‘‘ক্যাম্প ন্যুয়ে দেখেছি, ওরা সবসময় প্রতি-আক্রমণ নির্ভর ফুটবল খেলে। যা ভয়ঙ্কর। কারণ ওদের আক্রমণের ফুটবলারদের গতি খুব বেশি।’’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ