এডিনসন কাভানিকে কেনার জন্য প্রস্তাব দেবে ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু পিএসজি জানিয়ে দিয়েছে, এই মাসে তাকে ছাড়া হবে না।
উরুগুয়ের স্ট্রাইকার কাভানি পিএসজিতে গত কয়েক বছরে দারুণ সাফল্য অর্জন করেছেন। ২৯১ ম্যাচে তার গোল ১৯৮টি।
শেষ ছয়টি ঘরোয়া লিগের পাঁচটিতে ক্লাবকে শিরোপা এনে দিলেও এই মৌসুমের পর ফ্রি এজেন্টে নতুন ঘরের সন্ধান করছেন তিনি। কয়েক দিন আগে আতলেতিকো মাদ্রিদের সঙ্গে তার যোগাযোগের খবর শোনা গিয়েছিল। চেলসি এবং টটেনহামও তাকে পেতে চাইছে।
ইভিনিং নিউজ জানিয়েছে, পিএসজি এই মাসে কাভানিকে না ছাড়তে চাইলেও ম্যানইউ প্রস্তাব দেবে।
এর আগে মার্কার প্রতিবেদনে বলা হয়, আতলেতিকোর প্রধান নির্বাহী গিল ম্যারিন এখন প্যারিস সফরে আছেন। কাভানির সঙ্গে চুক্তি করার চেষ্টায় আছেন তিনি।
কিন্তু ব্যাপার হল কাভানির জন্য আতলেতিকো ১ কোটি ইউরোর প্রস্তাব দিয়েছে। প্যারিসের ক্লাবটি সে প্রস্তাব প্রত্যাখ্যান করে আরও দুই কোটি ইউরো বেশি দাবি করেছে।
বিডি প্রতিদিন/কালাম