সিরিজ নির্ধারণী ম্যাচে অনবদ্য সেঞ্চুরি করেছেন স্টিভ স্মিথ। তার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং স্কোর গড়েছে অস্ট্রেলিয়া। স্টিভ স্মিথের একার লড়াইয়ে ৯ উইকেটে ২৮৬ রান করেছে অজিরা।
দলের হয়ে সর্বোচ্চ ১৩১ রান করেন স্মিথ। এছাড়া ৫৪ রান করেন মার্নাস লাবুশেন। ৩৫ রান করেন অ্যালেক্স কেরি। দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি অস্ট্রেলিয়ার ৬ জন ব্যাটসম্যান।
রবিবার বেঙ্গালুরুর এম চেন্নাস্বামী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। প্রথম ব্যাটিংয়ে নেমে দলীয় ৪৬ রানে ফেরেন দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও অ্যারন ফিঞ্চ।
তৃতীয় উইকেটে মার্নাস লাবুশেনের সঙ্গে ১২৭ রানের জুটি গড়ে দলকে খেলায় ফেরান স্টিভ স্মিথ। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ৬৪ বলে ৫টি চারের সাহায্যে ৫৪ রান করে ফেরেন লাবুশেন। পাঁচ নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে ফেরেন মিসেল স্টার্ক।
এরপর পঞ্চম উইকেটে অ্যালেক্স কেরির সঙ্গে ৫৮ রানের জুটি গড়েন স্মিথ। ৩৬ বলে ৬টি চারের সাহায্যে ৩৫ রান করে আউট হন কেরি। ১০ বলে মাত্র ৪ রান করে ফেরেন টার্নার।
সেঞ্চুরির পর দলকে চ্যালেঞ্জিং স্কোর উপহার দিতে একেরপর এক বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন স্মিথ। দলীয় ২৭৩ রানে সপ্তম ব্যাটসম্যান হিসেবে সাজঘরে ফেরার আগে ১৩২ বলে ১৩১ রান করেন স্মিথ। তারপর ৯ রানের ব্যবধানে ফেরেন পেট কামিন্স ও অ্যাডাম জাম্পা। অস্ট্রেলিয়া থামে ৫০ ওভারে ২৮৬/৯ রানে।
বিডি প্রতিদিন/আরাফাত