২২ ফেব্রুয়ারি, ২০২০ ২২:৩০

পাকিস্তানে নাগরিকত্ব পাচ্ছেন ক্যারিবীয় তারকা ড্যারেন সামি

নিজস্ব প্রতিবেদক

পাকিস্তানে নাগরিকত্ব পাচ্ছেন ক্যারিবীয় তারকা ড্যারেন সামি

পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পুরস্কার হিসেবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ড্যারেন সামিকে সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হচ্ছে। পাকিস্তান সরকার সম্মানসূচক এ নাগরিকত্ব দিচ্ছে বলে শনিবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের(পিসিবি) পক্ষ থেকে জানানো হয়েছে।

পাকিস্তানের ঘরোয়া টি-২০ ক্রিকেটের আসর পাকিস্তান সুপার লীগে (পিএসএল) চলমান পঞ্চম আসরে পেশোয়ার জালমির অধিনায়কত্ব করছেন সামি। আগামী ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে দেশটির রাষ্ট্রপতি আরিফ আলভি নাগরিকত্ব ও পাকিস্তানের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার‘ নিশান-এ-হায়দার’ তুলে দেবেন সামির হাতে।

তৃতীয় আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে কোন দেশের সম্মানসূচক নাগরিকত্ব পাচ্ছেন সামি। এর আগে অস্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন এবং দক্ষিণ আফ্রিকার হার্শেল গিবসকে ২০০৭ বিশ্বকাপের পর সম্মানসূচক নাগরিকত্ব দিয়েছিল সেন্ট কিটস সরকার।


বিডি-প্রতিদিন/মাহবুব

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর