২৪ ফেব্রুয়ারি, ২০২০ ২০:৫৭

ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু সালমাদের

অনলাইন ডেস্ক

ভারতের কাছে হার দিয়ে বিশ্বকাপ শুরু সালমাদের

টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে গেছে সালমা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ নারী ক্রিকেট দল। ভারতের ১৪৩ রানের টার্গেটের জবাবে বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে সংগ্রহ করে ১২৪ রান। হার ১৮ রানের।

সোমবার অস্ট্রেলিয়ার পার্থে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৪২ রান সংগ্রহ করে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন শেফালি ভার্মা। এ ছাড়া ৩৪ রান করেন জেমিমাহ রডরিগেস। ইনিংসের শেষ দিকে ১১ বলে মাত্র ২০ রান করেন বেদ কৃষ্ণমূর্তি। বাংলাদেশ দলের হয়ে দুটি করে উইকেট নেন সালমা খাতুন ও পান্না ঘোষ।

১৪৩ রানের টার্গেট তাড়া করতে নেমে দলীয় ৫ রানে শামিমা সুলতানার উইকেট হারায় বাংলাদেশ। এরপর সানজিদাকে নিয়ে দলের হাল ধরেন মুর্শেদা খাতুন। সানজিদার বিদায়ের পর নিগার সুলতানার সঙ্গে জুটি গড়েন মুর্শেদা। ৬০ রানে দুই উইকেট থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৩৫ রান করেন নিগার সুলতানা। ৩০ রান করেন মুর্শেদা খাতুন। ১৭ রান করেন ফাহিমা খাতুন।

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর