২৮ ফেব্রুয়ারি, ২০২০ ১১:২৪

অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন শেহজাদ

অনলাইন ডেস্ক

অবশেষে নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেলেন শেহজাদ

অবশেষে ক্ষমা চাওয়ায় আফগান উইকেটরক্ষক ব্যাটসম্যান মোহাম্মদ শেহজাদের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে এ খবর নিশ্চিত করেছে এসিবি। এর আগে, আচরণবিধি ভঙ্গের কারণে তাকে নিষিদ্ধ করেছিল বোর্ড। 

তবে খেলার ওপর নিষেধাজ্ঞা না থাকলেও কেন্দ্রীয় চুক্তির ওপর নিষেধাজ্ঞা থাকছেই শেহজাদের। সেটি বহাল থাকবে আগামী আগস্ট পর্যন্ত।

শেহজাদের বিপক্ষে অভিযোগটি ছিল এমন, অনুমতি না নিয়ে বেশ কয়েকবারই পাকিস্তানের পেশোয়ারে চলে গিয়েছিলেন। তার কাছে জানতে চাওয়া হয়েছিলো, কেন তিনি পেশোয়ারে গিয়েছিলেন। শেহজাদের উত্তর ছিলো- অনুশীলন করতে।

পরে এসিবি বলে, অনুশীলনের সকল ব্যবস্থা আছে আফগানিস্তানে। তাই আফগানিস্তানের কোনও ক্রিকেটারের দেশের বাইরে যাওয়ার কোন প্রয়োজন নেই।

গত ইংল্যান্ড বিশ্বকাপেও বোর্ডের সাথে ঝামেলায় জড়িয়েছিলেন শেহজাদ। ফলে হাঁটুর চোটের কারণ দেখিয়ে বিশ্বকাপ চলাকালীন তাকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে দেশে ফিরে এক ভিডিওতে শেহজাদ বলেন, পুরোপুরি ফিট থাকার পরেও ষড়যন্ত্র করে বিশ্বকাপ থেকে সরিয়ে দেয়া হয়েছে আমাকে। তবে অতীত ঝামেলা পেছনে ফেলে আবারো খেলার জন্য অনুমতি পেলেন শেহজাদ। 

বিডি-প্রতিদিন/মাহবুব

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর