১ এপ্রিল, ২০২০ ১৮:৩৭

করোনায় যত মানুষ মারা যাচ্ছে, তার চেয়ে বেশি নিঃস্ব হবে: শোয়েব আকতার

অনলাইন ডেস্ক

করোনায় যত মানুষ মারা যাচ্ছে, তার চেয়ে বেশি নিঃস্ব হবে: শোয়েব আকতার

প্রাণঘাতী করোনাভাইরাস ইতোমধ্যে ২ শতাধিক দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী প্রতিনিয়তই বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। 

করোনার থাবায় বিশ্ব অর্থনীতি ভেঙে পড়েছে। মানুষ বেকার হয়ে পড়ছে। ব্যবসা বাণিজ্য ধ্বংসের পথে। এ অবস্থায় বিশ্বের ভবিষ্যত নিয়ে শঙ্কিত পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতার।

মঙ্গলবার নিজের টুইটার অ্যাকাউন্টে বিশ্বের ভবিষ্যত নিয়ে শঙ্কা প্রকাশ করে তিনি লিখেছেন, ‘করোনাভাইরাসের মহামারীতে যত মানুষ মারা যাচ্ছে, তার চেয়ে বেশি মানুষ নিঃস্ব হয়ে যাবে।’

এর আগে করোনাভাইরাস মোকাবেলায় বিভিন্ন পরামর্শ  দিয়েছেন তিনি। যেসব অসচেতন লোকজন রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন, পিকনিক করে বেড়াচ্ছেন, যা দেখে হতাশা প্রকাশ করেন তিনি। এছাড়াও করোনা থেকে বাঁচতে ফাস্টফুড এড়িয়ে চলার পরামর্শও দিয়েছেন তিনি।

এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮,৭৪,৬৩৫ এবং মারা গেছে ৪৩,৪৩১ জন। এছাড়াও সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন ১,৮৪,৯৫২ জন। করোনা মোকাবেলায় বিশ্বজুড়ে চলছে লকডাউন।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর