ভারত অধিনায়ক বিরাট কোহলি ও সাবেক পাকিস্তানি স্পিডস্টার শোয়েব আখতারের স্বভাব প্রায় একই রকম। একসঙ্গে খেললে তারা মাঠের বাইরে খুব ভালো বন্ধু হতে পারতেন। কিন্তু মাঠের ভেতরে হতেন একে অপরের ঘোরতর শত্রু। লকডাউনের এই সময়ে ভারত অধিনায়ককে নিয়ে এমন মন্তব্য করেছেন 'রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস' খ্যাত শোয়েব আখতার।
দুইজন দুই প্রজন্মের ক্রিকেটার হলেও শোয়েব খুবই শ্রদ্ধা করেন কোহলিকে। তিনি বলেছেন, 'বিরাট কোহলি আমার খুব ভালো বন্ধু হতে পারত। কারণ আমরা দু'জনেই পাঞ্জাবি। আমাদের স্বভাব প্রায় একই রকমের। ফলে আমাদের খুব জমে যেত। যদিও কোহলি আমার থেকে বয়সে অনেকটাই ছোট, কিন্তু আমি ওকে খুবই শ্রদ্ধা করি।'
কয়েকদিন আগে শোয়েব ভারত অধিনায়ককে আউট করার উপায় বলেছিলেন। শোয়েব এখন খেললে কোহলিকে ড্রাইভ করার লোভ দেখিয়ে আউট করতেন। আর তাতেও না হলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার বেগে বল করে কোহলিকে উড়িয়ে দিতেন! এবার সাবেক এই পাকিস্তানি তারকা বলেছেন, 'মাঠের বাইরে আমরা ভালো বন্ধু হলেও মাঠের ভিতরে কিন্তু কেউ কাউকে ছেড়ে দিতাম না। মাঠের ভেতরে আমরা একে অপরের প্রবল শত্রু হতাম।'
বিডি-প্রতিদিন/শফিক