৫ জুন, ২০২০ ১৪:৫০

আতলেতিকোর স্ট্রাইকার কস্তার ৬ মাসের জেল

অনলাইন ডেস্ক

আতলেতিকোর স্ট্রাইকার কস্তার ৬ মাসের জেল

কর ফাঁকির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আতলেতিকো মাদ্রিদের তারকা খেলোয়াড় দিয়েগো কস্তাকে ছয় মাসের জেলের রায় দিয়েছে স্পেনের মাদ্রিদের একটি আদালত।

তবে ছয় মাসের জেলের রায় হলেও কারাগারে যেতে হবে না ব্রাজিলিয়ান বংশোদ্ভূত এক স্ট্রাইকারকে। স্পেনের আইন অনুযায়ী অহিংস অপরাধের কারণে দুই বছরের নিচে জেল হলে এর পরিবর্তে জরিমানা দিয়ে পার পাওয়া যায়।

কস্তার বিরুদ্ধে অভিযোগ ছিল, ২০১৪ সালের গ্রীষ্মকালীন দল-বদলে চেলসি থেকে আতলেতিকোতে নাম লেখানোর সময় ৫০ কোটির বেশি ইউরো আয় গোপন করেন তিনি। এতে স্পেন সরকারকে ১০ লাখের বেশি ইউরো কর ফাঁকি দেন।

এ ছাড়া ইমেজ সত্ত্ব থেকে ১০ লাখের বেশি ইউরো আয়ের হিসাবটিও গোপন করেন বলে অভিযোগ ৩১ বছর বয়সী এই ফুটবলারের বিরুদ্ধে।

রায় মেনে নিয়েছেন কস্তা। সেই সঙ্গে জেল থেকে বাঁচতে প্রাথমিক জরিমানার সঙ্গে বাড়তি সাড়ে ৩৬ হাজার ইউরো জরিমানা দিতে রাজি হয়েছেন আক্রমণভাগের এই ফুটবলার।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর