করোনাভাইরাস সংক্রান্ত নিয়ম ভঙ্গ করে রাতের বেলায় মদের পার্টি দেয়ায় ৬ ফুটবলারকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করেছে চীন। নিষিদ্ধ ৬ ফুটবলার খেলতেন দেশটির অনূর্ধ্ব-১৯ দলে। তবে শাস্তি প্রাপ্ত ফুটবলাদের নাম প্রকাশ করা হয়নি।
৬ ফুটবলারকে নিষিদ্ধের পাশাপাশি শাস্তিস্বরূপ তাদেরকে আত্ম-সমালোচনামূলক নিবন্ধ লিখতে বলা হয়েছে। এই শাস্তি প্রদান করেছে চাইনিজ ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ)।
সিএফএ’র আয়োজিত সব ধরনের ম্যাচে ৩০ নভেম্বর পর্যন্ত নিষিদ্ধ থাকবেন এই ৬ ফুটবলার। এই সময়ের মধ্যে কোনো আন্তর্জাতিক পর্যায়ের ম্যাচেও খেলতে পারবেন না তারা।
চীন থেকে শুরু হয়েছিল করোনাভাইরাস। তবে এখন অবশ্য চীন মোটামুটি ঝুঁকিমুক্ত। তবে নতুনভাবে যাতে করোনা ছড়াতে না পারে তার জন্য কারফিউর পাশাপাশি কিছু বিধিনিষেধ জারি করেছে চীন।
কিন্তু সেই ৬ ফুটবলার সাংহাইতে অনুশীলনে থাকা অবস্থায় নিয়মের তোয়াক্কা না করে রাতের বেলা মদের পার্টি করেন। বিষয়টি পছন্দ হয়নি সিএএফ’র। তার জন্য এই কঠিন শাস্তির পথে হাঁটে তারা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন