তিন মাস পর মাঠে ফিরল স্প্যানিশ লা লিগা। সেভিয়া ডার্বি দিয়ে মাঠে ফেরে জনপ্রিয় এই স্প্যানিশ লিগ। ফেরার এই ম্যাচে নিজেদের মাঠে রিয়াল বেতিসকে ২-০ গোলে হারিয়েছে সেভিয়া।
মাঠে দর্শক প্রবেশের অনুমতি মেলেনি। সমর্থকদের যেকোনো জায়গায় জড় হওয়ারর ব্যাপারেও নিরুৎসাহিত করে স্প্যানিশ প্রশাসন। তবে সে নির্দেশনা অমান্য করে রেমন সানচেজ স্টেডিয়ামের সামনে জড়ো হয় প্রচুর দুই দলের প্রচুর সমর্থক।
সাম্প্রতিক পরিস্থিতিতে লিগের প্রত্যাবর্তনের পর প্রথম ম্যাচটি অনেক দিক দিয়ে গুরুত্বপূর্ণ ছিল। মার্চ মাসের ১০ তারিখের পর প্রথমবার র্যামন স্যান্সেজ পিজুয়ান স্ট্যান্ডে ফিরেছিল ফুটবল কিন্তু সাধারণ সময়ের মতো মাঠে ছিলোনা কোনও দর্শক। তাদের উপস্থিতির অভাব পূরণ করার জন্যে দর্শকদের রেকর্ড করা আওয়াজ চালানো হয়েছিল স্টেডিয়ামে এবং সিজিআই-এর মাধ্যমে কৃত্রিম ভাবে ভরা স্টেডিয়ামের আমেজ ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছিল। যদিও সেই প্রক্রিয়া যে বিশাল সফল হয়েছে এমন দাবি কেউই করছেন না।
ম্যাচের প্রথমার্ধটা অবশ্য কেটেছে গোলশূন্য স্কোরলাইন নিয়েই। দ্বিতীয়ার্ধের শুরুতেই পেনাল্টি থেকে প্রথম গোল আদায় করেন নেন ওকাম্পো। এই গোলের ফলে তার পরপর পাঁচ ম্যাচে টানা গোল করার রেকর্ড হয়ে যায়, যা এর আগে সেভিয়ার হয়ে ছিল শুধুমাত্র আলভারো নেগ্রেদো-র। এরপর মাত্র ৬ মিনিটের মধ্যে সেভিয়ার দ্বিতীয় গোলটি আসে ফার্নান্দোর হেড থেকে। এই গোলের ব্যাপারেও ভূমিকা ছিল ওকাম্পস-এর।
বিডি প্রতিদিন/কালাম