৫ জুলাই, ২০২০ ১২:২৫

ফ্রি-কিক নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী রোনালদো

অনলাইন ডেস্ক

ফ্রি-কিক নিয়ে আরও বেশি আত্মবিশ্বাসী রোনালদো

প্রায় দুই বছর পর ফ্রি-কিক থেকে গোল করতে পেরে স্বস্তি পাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জানিয়েছেন, এতে তার আত্মবিশ্বাসও ফিরেছে।

২০১৮ সালের জুলাইয়ে রিয়াল মাদ্রিদ থেকে জুভেন্টাসে আসার পর অন্য সব ক্ষেত্রে নৈপুণ্য ধরে রাখলেও ফ্রি-কিকে রীতিমতো হতাশা দেখিয়ে যাচ্ছিলেন রোনালদো। এই ৪২ বার ফ্রি-কিক নিয়ে একবারও জালের দেখা পাচ্ছিলেন না পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবলার।

শনিবার রাতে সেরি আর ম্যাচে তুরিনোর বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়ে দ্বিতীয়ার্ধে ফ্রি-কিক থেকে একটি গোল করেন রোনালদো। তাতে যেন হাফ ছেড়ে বাঁচলেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

ম্যাচ শেষে ৩৫ বছর বয়সী রোনালদো বলেন, “ফ্রি-কিক থেকে গোল করার জন্য আমার আত্মবিশ্বাস ফিরে যাওয়ার দরকার ছিল।”

এত দিন ফ্রি-কিক থেকে গোল করতে না পারাটা রোনালদোকে কিভাবে কুড়ে কুড়ে খাচ্ছিল সেটা জানালেন জুভেন্টাসে কোচর মাওরিসিও সাররি, “সত্যিকার অর্থে, আমি এটাকে কোনো সমস্যা হিসেবে দেখিনি। কিন্তু ম্যাচ শেষে সে আমার কাছে এসে বলল ‘অবশেষে করতে পারলাম’।”

রোনালদো ছাড়াও ম্যাচটিতে একটি করে গোল করে পাওলো দিবালা ও হুয়ান কুয়াদরাদো; অপর গোলটি আত্মঘাতী।

এই জয়ে টানা নবমবারের মতো সেরি আ জয়ের আরও সম্ভাবনা আরও জোরালো করেছেন জুভেন্টাস। ৩০ ম্যাচে দলটির পয়েন্ট ৭৫। সমান ম্যাচে সাত পয়েন্ট কম নিয়ে দ্বিতীয়স্থানে আছে লাৎসিও।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর