২১ সেপ্টেম্বর, ২০২০ ১০:৫১

টটেনহ্যামে ফিরেছেন বেল, নেপথ্যে কে?

অনলাইন ডেস্ক

টটেনহ্যামে ফিরেছেন বেল, নেপথ্যে কে?

নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রিয়াল মাদ্রিদ থেকে ধারে এক বছরের জন্য সাত বছর পর টটেনহ্যাম হটস্পারে ফিরেছেন গ্যারেথ বেল। তবে ওয়েলস ফরোয়ার্ডের পুরোনো ক্লাবে ফেরার পেছনে অন্যতম প্রধান কারণ কোচ হোসে মরিনহো।

২০১৩ সালে টটেনহ্যাম থেকে ওই সময়ের সবচেয়ে দামী ফুটবলার হিসেবে রিয়ালে চলে যান বেল। ওই বছরের শুরুতে মরিনহো ছেড়ে দেন সান্তিয়াগো বার্নাব্যু। পর্তুগিজ কোচ পরে বলেছিলেন, স্প্যানিশ জায়ান্টদের সঙ্গে থাকার সময় বেলের সঙ্গে চুক্তি করতে চেষ্টা করেছিলেন।

মরিনহোর সঙ্গে স্পাররা অনেক শিরোপা জিতবে বিশ্বাস তার, ‘তিনি (মরিনহো) আমার সঙ্গে কিছু পজিশন নিয়ে কথা বলেছেন, যেখানে আমাকে খেলাতে চান এবং অবশ্যই আমি তাতে খুশি। এখানে আমার ফিরে আসার বড় কারণ তিনি। মরিনহো একটা সুপরিচিত নাম এবং একজন বিজয়ী।’

টটেনহ্যাম ভক্তদের শিরোপার জন্য তীব্র আকাঙ্ক্ষার এবার অবসান ঘটবে মনে করেন বেল, ‘মরিনহো টটেনহ্যামের জন্য উপযুক্ত একজন। আমাদের ট্রফি জিততে হবে এবং কীভাবে তা করতে হবে অন্যদের চেয়ে ভালো জানেন তিনি। আমি জানি প্রত্যেক টটেনহ্যাম ভক্ত ট্রফি জিততে মরিয়া এবং প্রত্যেক প্রতিযোগিতায় তা করে দেখাতে সম্ভাব্য আমরা সবকিছু চেষ্টা করে যাবো।’


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

সর্বশেষ খবর