কিংস ইলেভেনে থাকলে কী হত কে জানে? তবে দিল্লি ক্যাপিট্যালসে আসার পর অশ্বিনের কাছে একটা বিষয় কোচ রিকি পন্টিং পরিষ্কার করে দিয়েছিলেন, কোনওভাবেই বিপক্ষের ব্যাটসম্যানকে মানকাডিংয়ের মাধ্যমে আউট করা যাবে না। টুর্নামেন্ট শুরুর আগ পর্যন্ত অবশ্য কোচ রিকি পন্টিংয়ের সেই নির্দেশকে খুব একটা পাত্তা দিচ্ছিলেন না টিম ইন্ডিয়ার এই স্পিনার। ঘোষণা করে দিয়েছিলেন, সুযোগ এলেই তিনি ফের মানকাডিং করবেন। তাতে কোচ যাই বলুন না কেন।
সেই সুযোগ এল গত সোমবার। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের বিরুদ্ধে এই মৌশুমে প্রথমবার মানকাডিং করার সুযোগ পেলেন রবিচন্দ্রন অশ্বিন। কিন্তু আশ্চর্যের বিষয় সেই সুযোগ তিনি গ্রহণ করলেন না। উল্টে সৌজন্য দেখিয়ে ব্যাটসম্যানকে সতর্ক করে দিলেন। আরসিবি ইনিংসের শুরুর দিকে একবার ডেলিভারি হওয়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন ওপেনার ফিঞ্চ। সেসময় বোলার ছিলেন অশ্বিন। তিনি সুযোগ পেয়েও মানকাডিং করলেন না ফিঞ্চকে। তাকে সতর্ক করে ছেড়ে দিলেন শুধু। যা হাসি ফোটাল কোচ পন্টিংয়ের মুখে।
আসলে মানকাডিং ক্রিকেটীয় নিয়ম অনুযায়ী বৈধ হলেও, অনেকেই এভাবে ব্যাটসম্যানকে আউট করার পক্ষে নন। তাদের মতে, এটা ক্রিকেটীয় স্পিরিটকে আঘাত করে। কিন্তু অশ্বিন তেমনটা মনে করেন না। তার মতে, ব্যাটসম্যান যদি ডেলিভারি হওয়ার আগেই ক্রিজ ছেড়ে বেরিয়ে গিয়ে বাড়তি সুবিধা নিতে পারেন, তাহলে বোলার কেন মানকাডিং করতে পারবে না?
অন্তত এতদিন সেটাই বলে আসছিলেন তিনি।
গত আইপিএলে তার হাত ধরেই প্রথম মানকাডিং বিতর্ক শুরু হয়েছিল। কিন্তু এবার দিল্লির কোচ পন্টিং জানান, অশ্বিন মানকাডিং করতে পারবেন না। সম্ভবত সেকারণেই অ্যারন ফিঞ্চের উপর দয়া দেখালেন টিম ইন্ডিয়ার অফস্পিনার। পরে অবশ্য টুইটারে তিনি জানান, এটাই ছিল এই মৌশুমের জন্য তার দেওয়া শেষ সতর্কবার্তা। এরপরও যদি ব্যাটসম্যানরা ক্রিজ ছেড়ে বের হয়ে পড়েন তাহলে তাতে তার কোনও দায় থাকবে না। কোচ রিকি পন্টিংকে ট্যাগ করা টুইটে অশ্বিন বলে দিলেন, আমি স্পষ্ট করে দিতে চাই, এই মৌশুমের জন্য এটাই ছিল আমার প্রথম এবং শেষ সতর্কবার্তা। এরপর যেন আমায় দোষ না দেওয়া হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ