ময়মনসিংহের ক্রিকেটভক্তরা ভুলেই গিয়েছিলেন শেষ কবে জমজমাট কোনো লীগ হয়েছে। কারণ দীর্ঘদিন ধরেই ময়মনসিংহে ক্রিকেট টুর্নামেন্ট এর সূচক ছিল নিম্নমুখী। এর মধ্যে করোনাভাইরাসের মহামারির মধ্যে দৃশ্যপট থেকে হারিয়েই গিয়েছিল ব্যাট-বলের এ খেলা।
তবে শুক্রবার ময়মনসিংহে ‘ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ’ এমপিএল’র ১০০ বলের বিশেষ ফরম্যাটে লোগো উন্মোচনের পর ক্রিকেটাঙ্গনে হাওয়া বইছে উৎসবের। এছাড়াও অনুষ্ঠিত হয়েছে প্লেয়ার ড্রাফট। ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশন’র উদ্যোগে ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে আগামী ২১ ডিসেম্বর এই টুর্নামেন্ট শুরু হবে।
এ উপলক্ষে নগরীর মুকুল নিকেতন স্কুল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের লোগো ও জার্সি উন্মোচন করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও নির্বাচক হাবিবুল বাশার সুমন এবং জাতীয় দলের সাবেক ওপেনার সানোয়ার হোসেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ মাস্টার্স ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি দীলিপ পান্ডে, সাধারণ সম্পাদ আতাউর রহমান বিভ ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান ফারুক খান পাঠান, টুর্নামেন্টের উপদেষ্টা আনোয়ার হোসেন, ওয়ালটনের ফাস্ট সিনিয়র অ্যাভিলেশন ডিরেক্টর মিল্টন আহমেদ।
অনুষ্ঠানে ৬টি দলের আয়োজকদের হাতে জার্সি তুলে দেন অতিথিবৃন্দ। পরে ড্রাফটের মাধ্যমে ক্রিকেটার বাছাই পর্ব অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসা জাতীয় দলের সাবেক অধিনায়ক মিস্টার ফিফটি নামে খ্যাত হাবিবুল বাশার সুমনও নিজ বক্তব্যে বলেছেন, ‘ময়মনসিংহ থেকে একসময় সম্মুখ সারির ক্রিকেটাররা সব সময় থাকতেন, এখনও আছে। যেকোন খেলায় ময়মনসিংহ থেকে বাংলাদেশের প্রতিনিধিত্ব বেশী করতেন। তবে এখন একটু কমে গেছে, এর কারণ আয়োজন কম, মাঠেও ক্রিকেটার কম।’
ময়মনসিংহ প্রিমিয়ার ক্রিকেট লিগ-এমপিএল এর দলগুলো হচ্ছে-ময়মনসিংহ ঈগলস, ময়মনসিংহ সিক্সার্স, ময়মনসিংহ টাইগার্স, ময়মনসিংহ থান্ডার্স, ময়মনসিংহ রাইডার্স এবং ময়মনসিংহ ওয়ারিয়র্স।
এমপিএল এর দলগুলোর বাছাই পর্বে জাতীয় ক্রিকেট তারকা মাহমুদুল্লাহ রিয়াদ ও ইলিয়াস সানি ময়মনসিংহ ঈগলস, নাসির হোসাইন ও তানজিদ হাসান ময়মনসিংহ সিক্সার্স, মো. আশরাফুল ও রাকিবুল হাসান ময়মনসিংহ টাইগার্স, শোভাগত হোম ও তৌহিদ হৃদয় ময়মনসিংহ থান্ডার্স, মোসাদ্দেক হোসেন ও পারভেজ হোসেন ময়মনসিংহ রাইডার্স এবং ময়মনসিংহ ওয়ারিয়র্স-এ আকবর আলী ও আরাফাত সানি স্থান পেয়েছেন।
এছাড়াও যুব বিশ্বকাপ জয়ী দলের খেলোয়ার এবং স্থানীয় খেলোয়ারসহ প্রতিটি দলে ১৫ জন করে খেলোয়ার টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন