রভম্যান পাওয়েলের সঙ্গে মিলে ভালোই প্রতিরোধ গড়েছিলেন আলজারি জোসেফ। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সর্বোচ্চ জুটি উপহার দেন তারা নবম উইকেট। জোসেফকে ফিরিয়ে এই জুটি থামালেন মুস্তাফিজ।
অ্যাঙ্গেলে বেরিয়ে যাওয়া বলটি একটু লাফিয়ে চলে যাচ্ছিল অফ স্টাম্পের বেশ বাইরে দিয়ে। জোসেফ বাড়িয়ে দেন ব্যাট। এই শটের জন্যই ওয়াইড স্লিপ বা গালির মতো জায়গায় লিটন দাসকে রেখেছিলেন অধিনায়ক তামিম। ক্যাচ নেন সেই লিটনই।
৩২ রানের জুটি ভাঙল এতে। জোসেফ ফিরলেন ১৭ রান করে। তখন ওয়েস্ট ইন্ডিজ ৩৭.৩ ওভারে ৯ উইকেটে ১২০।
বিডি প্রতিদিন/কালাম