এবার শ্রীলঙ্কা ক্রিকেট দলে করোনার থাবা। একজন নয়, দুইজন করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। কোভিড-১৯ পজিটিভ হয়েছেবন দলের হেড কোচ মিকি আর্থার এবং ওপেনার লাহিরু থিরিমানে।
ফেব্রুয়ারি মাসের শেষেই ওয়েস্ট ইন্ডিজ সফরে যাওয়ার কথা শ্রীলঙ্কা ক্রিকেট দলের। ক্যারিবিয়ান সফরকে মাথায় রেখে দলের সব ক্রিকেটার এবং কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়। আর সেই পরীক্ষায় করোনা পজিটিভ এসেছে শ্রীলঙ্কার দক্ষিণ আফ্রিকান কোচ মিকি আর্থার এবং ওপেনার লাহিরু থিরিমানের।
আপাতত দুজনকেই আইসোলেশনে পাঠানো হয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় মুখ ঢেকেছে লঙ্কানরা। করোনার কারণেই বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজ আগেই স্থগিত হয়ে যায়।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ