ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে সব ছাপিয়ে আলোচনায় ওপেনার সাদমান ইসলামের রিভিউ না নেওয়া। উইন্ডিজ স্পিনার জোমেল ওয়ারিক্যানের এলবিডব্লিউর ফাঁদে পড়ে সাজঘরে ফিরতে হয় ৫৯ রান করা সাদমানকে। কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায়, ডেলিভারিটি টার্ন করে লেগ স্টাম্পের অনেক বাইরে দিয়ে চলে যাচ্ছে।
বাংলাদেশ শিবিরে এ নিয়ে আক্ষেপ, সাদমান রিভিউ নিলেন না কেন? কিন্তু সাদমানের মনে হয়েছিল ডেলিভারিটি স্টাম্পে আঘাত করবে। তাই মুশফিকের সঙ্গে কথা বলে রিভিউ না নিয়েই মাঠ ছাড়েন তিনি। অথচ তখনও বাংলাদেশের তিনটি রিভিউ অটুট।
প্রথম দিনের খেলা শেষ সাদমান রিভিউ না নেওয়ার কারণ জানিয়ে বলেন, ‘রিভিউ নেওয়া অবশ্যই উচিত ছিল। কিন্তু আমি যখন ম্যাচে ব্যাটিং করি, আমার মনে হয়েছিল বলটি ইন লাইন ছিল, উইকেট হিট করবে। এ জন্যই আমি রিভিউ নিই নাই। হতাশ তো বটেই। কিন্তু এটা ম্যাচের অংশ, মেনে নিতে হবে।’
এলবিডব্লিউতে রিভিউ নেওয়ার ক্ষেত্রে অপর প্রান্তের ব্যাটসম্যানের ভূমিকা বেশি থাকে। কিন্তু মুশফিক সাদমানের কথা শুনে রিভিউ নেওয়ার সিদ্ধান্তে যাননি। এ নিয়ে সাদমান বলেন, ‘মুশফিক ভাই আমাকে জিজ্ঞেস করেছিল কি হয়েছে। আমি মুশফিক ভাইকে বলেছি যে, আমার মনে হয়েছেন ইন লাইন, উইকেট হিট করবে। তাই নেওয়া হয়নি।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ