দু'দিন আগে রিয়াল মাদ্রিদের বেলজিয়ান ফরোয়ার্ড ইডেন হ্যাজার্ড যে মাংসপেশিতে চোট পেয়েছিলেন তা গুরুতর হিসেবেই সাব্যস্ত হলো। ফলে চার থেকে ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।
এর আগে গত মঙ্গলবার চোটে পড়ার পর বুধবার হ্যাজার্ডকে অনুশীলনে নামতে দেখা গেছে। কিন্তু জিনেদিন জিদানের অধীনে সেশন শেষ হওয়ার আগেই অনুশীলন ছেড়ে চলে যান তিনি। স্প্যানিশ সংবাদমাধ্যম 'মার্কা' জানিয়েছে, আরও বেশ কয়েকটি মেডিক্যাল টেস্ট করানো হয়। সেই পরীক্ষায় তার মাংসপেশির চোটের গভীরতা আরও স্পষ্ট হয়।
হ্যাজার্ডের সঙ্গে ইনজুরির এমন সখ্যতার শুরু সেই ২০১৯ সালের ২৪ নভেম্বর থেকে শুরু হয়েছে। সেবার পিএসজির সাবেক জার্মান ডিফেন্ডার টমাস ম্যুনিয়ের তার গোড়ালিতে আঘাত করেছিলেন।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ