ভারতের মাটিতে রবিচন্দ্রন অশ্বিনের মতো বড়মাপের স্পিনারকে সামলানো ইংলিশ ব্যাটসম্যানদের কাছে চ্যালেঞ্জের। শ্রীলঙ্কায় দুরন্ত পারফর্মেন্স করলেও ভারত সিরিজ কঠিন পরীক্ষা জো রুটদের কাছে। কী ভাবছেন ইংল্যান্ড অধিনায়ক, কীভাবে সামলাবেন অশ্বিনকে তা নিয়ে খোলাসা করলেন সবকিছু।
আক্রমণাত্মক অথবা রক্ষণাত্মক, কোনও স্ট্র্যাটেজিই ব্যবহার করবেন না রুট। তিনি শুধুমাত্র প্রতিটা বল বুঝে খেলতে চান। অশ্বিনের সঙ্গে তার দ্বৈরথ জমে উঠবে, মনে করছেন ইংল্যান্ড অধিনায়ক। তার কথায়, অশ্বিনের বিরুদ্ধে আগেও খেলেছি। কিছু রান করেছি, সে আমায় দুইবার আউটও করেছে। টেস্ট ম্যাচের মধ্যেই এটা একটা দারুণ লড়াই হতে চলেছে। এমন লড়াই যা দু'জনই জিততে চাইবে। বল বাই বল খেলাই আমায় সবথেকে উপকার দেবে।
অস্ট্রেলিয়া সিরিজে সাফল্যের পর অশ্বিনের আত্মবিশ্বাস তুঙ্গে আছে বলে মনে করছেন জো রুট। তিনি বলছেন, অশ্বিন ভাল বোলার। ভারতে ওর রেকর্ড খুবই ভাল, তার ওপর অজি সিরিজের পর আত্মবিশ্বাসে ভরপুর। আমি আগে থেকে আক্রমণাত্মক অথবা রক্ষণাত্মক হব না। বল বুঝে খেলব। উল্লেখ্য, শুক্রবার (৫ ফেব্রুয়ারী) থেকে শুরু হচ্ছে বহু প্রতীক্ষিত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ