দিনের প্রথম বলেই উইকেট পেল বাংলাদেশ। তাইজুল ইসলামের করা ওভারের প্রথম বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ হয়েছেন এনক্রমাহ বোনার। ফেরার আগে ১৭ রান করেছেন এই ব্যাটসম্যান।
গত ৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।
প্রথম দিন টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ২৪২ রান করে দিনের খেলা শেষ করেছিল বাংলাদেশ। গতকাল ৪৩০ রান করে অলআউট হয় টাইগাররা। স্বাগতিক দলের পক্ষে মেহেদী হাসান মিরাজ সেঞ্চুরি করেন। ১০৩ রান করে আউট হন।
গতকাল ওয়েস্ট ইন্ডিজ তাদের প্রথম ইনিংসের ব্যাটিংয়ে নেমে ২ উইকেটে ৭৫ রান করে দিনের খেলা শেষ করেছিল। দুইটি উইকেটই নিয়েছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৩ উইকেটে ৭৮ রান।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন