চট্টগ্রাম টেস্টে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় দিনে দ্বিতীয় ইনিংসের শুরুতেই তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তকে হারিয়েছে বাংলাদেশ। নিজের প্রথম ওভার করতে এসেই চতুর্থ বলে ওপেনার তামিমকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন রাহকীম কর্নওয়াল। এরপর একই ওভারের শেষ বলে শান্তকে ফেরান তিনি। তারা দু’জনেই রানের খাতা খোলার আগে অর্থাৎ শূন্য রানে আউট হন। তামিম বল খেলেন চারটি ও শান্ত খেলে দু’টি।
এর আগে মেহেদী হাসান মিরাজ-তাইজুল ইসলাম-নাঈম হাসানের ঘূর্ণিতে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস থামে ২৫৯ রানে। শেষ ৬ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।
১৭১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে টাইগাররা। মিরাজের সেঞ্চুরিতে বাংলাদেশ প্রথম ইনিংসে করে ৪৩০ রান। শুক্রবার উইন্ডিজ ২ উইকেটে ৭৫ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ১৪ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩৩ রান করেছে বাংলাদেশ।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন