৬ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:৫৬

'ওয়েস্ট ইন্ডিজকে ২৫০ রানের টার্গেট দিলেই জয় সম্ভব'

অনলাইন ডেস্ক

'ওয়েস্ট ইন্ডিজকে ২৫০ রানের টার্গেট দিলেই জয় সম্ভব'

ফাইল ছবি

তৃতীয় দিন শেষে মাত্র ২১৮ রানে এগিয়ে বাংলাদেশ। তারপরও অতীত রেকর্ডের বিচারে জয়ের স্বপ্ন দেখতে পারেন মুমিনুলরা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চতুর্থ ইনিংস তাড়া করে ম্যাচ জয়ের রেকর্ড সাকল্যে তিনটি। রান তাড়া করে চার নম্বর জয়ের সুযোগ রয়েছে ওয়েস্ট ইন্ডিজের সামনে। এজন্য আজ শনিবার চতুর্থ দিন বাংলাদেশকে কম রানে অলআউট করতে হবে। 

১৭১ রানের লিড নিয়ে গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারী) দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ১ রানে দুই উইকেট হারায় বাংলাদেশ। দিন শেষ করে ৪৭ রানে ৩ উইকেটে। তৃতীয় দিনের খেলা শেষে টাইগারদের লিড ২১৮ রান। তবে বাংলাদেশের তারকা স্পিনার তাইজুল ইসলাম মনে করেন, চতুর্থ ইনিংসে ওয়েস্ট ইন্ডিজকে ২৫০ রানের টার্গেট দিলেই বাংলাদেশের জয় সম্ভব।

তৃতীয় দিনের খেলা শেষে তাইজুল ইসলাম বলেন, চট্টগ্রামের এ উইকেটে চতুর্থ ইনিংসে ২৫০ রানই জয়ের জন্য যথেষ্ট। তবে আমাদের চাওয়া ৩০০-৩৫০ রানের লক্ষ্য ছুড়ে দেয়া। প্রথম ইনিংসে ওদের স্পিনাররা ভালো করেছে, আমাদের দ্বিতীয় ইনিংসেও দ্রুত উইকেট তুলে নিয়েছে। উইকেট যে ব্যাটসম্যানদের জন্য আরও কঠিন হবে সেটা বলাই যায়। যদি তারা ভালো জায়গায় বল করে তাহলে আমাদের কাজটাও কঠিন হবে, চ্যালেঞ্জটা নিতে হবে। 


বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর