ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে গতকাল শুক্রবার (৫ ফেব্রুয়ারী) জহুর আহমেদ স্টেডিয়ামে শেষ সেশনটি হঠাৎ করেই রং বদলে দেয়। সফরকারী ক্যারিবীয়রা তাদের শেষ ৫ উইকেট হারায় মাত্র ৬ রানের ব্যবধানে ২২ বলের মধ্যে। ২৫৩ রানে ষষ্ঠ উইকেটের পতনের পর ২৫৯ রানে অলআউট। ১৭১ রানে এগিয়ে যাওয়ার সুবিধাকে অবশ্য কাজে লাগাতে পারেনি টাইগাররা।
দ্বিতীয় ওভারে মাত্র ৩ বলের ব্যবধানে ১ রানের মধ্যে হারায় তামিম ও নাজমুলকে। ৩৩ রানে ফিরে যান সাদমান। ৩ উইকেট হারিয়ে কোণঠাসা দলকে এগিয়ে নিয়ে যান অধিনায়ক মুমিনুল হক ও মুশফিকুর রহিম। আজ শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ দিন শুরু করেছে হাতে ৭ উইকেট ও স্কোরবোর্ডে ৪৭ রান নিয়ে।
দ্বিতীয় ইনিংসের শুরুতে জোড়া উইকেট হারিয়ে ধুকতে থাকা বাংলাদেশের ত্রাতা হয়ে দলের হাল ধরেন অধিনায়ক মুমিনুল হক। সাদাপোশোকে খেলতে নেমে জহুর আহমেদে আলো ছড়ানো ব্যাটিং করে তুলে নিয়েছেন ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি। তার মধ্যে চট্টগ্রামেই ৭টি সেঞ্চুরি করেছেন তিনি। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেছেন ১৭৩ বলে। ইনিংসটি সাজিয়েছেন ৯টি চারের মারে। তবে দলীয় ২১৪ রানের মাথায় ১৮২ বল খেলে ব্যক্তিগত ১১৫ রান করে সাজঘরে ফেরেন মুমিনুল হক। তাকে ফেরান শ্যানন গ্যাব্রিয়েল।
এই ইনিংসের মধ্যে দিয়ে একই সঙ্গে সেঞ্চুরির রেকর্ডে সবার ওপরে উঠে গেলেন বর্তমান টেস্ট অধিনায়ক মুমিনুল হক। যার ফলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রানের পর সর্বোচ্চ সেঞ্চুরির খেতাবটাও হাতছাড়া হলো দেশসেরা ওপেনার তামিম ইকবালের। তামিম ইকবালের সেঞ্চুরির সংখ্যা ৯টি। এর আগে, চলতি চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে সাদা পোশাকের ক্রিকেটে দেশের পক্ষে সর্বোচ্চ রানে টপকে গিয়েছিলেন মুশফিকুর রহিম।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ