ক্যারিয়ারের শততম টেস্টে মাঠে নেমে ব্যাট হাতে ইতিহাস গড়লেন জো রুট। দুরন্ত সেঞ্চুরিতে ১০০তম টেস্টকে স্মরণীয় করে রেখেছিলেন আগেই। এবার শতরানকে ডাবল সেঞ্চুরির রূপ দিয়ে ইংল্যান্ড অধিনায়ক এমন এক নজির গড়লেন। যা টেস্ট ক্রিকেটার ইতিহাসে আর কোনও ক্রিকেটারের নেই।
রুট ছাড়া ক্যারিয়ারের ১০০তম টেস্টে সেঞ্চুরি করা ক্রিকটার আরও ৮ জন রয়েছেন। রিকি পন্টিং এমন মাইলস্টোন টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন। তবে এর আগে ১০০তম টেস্টে মাঠে নেমে ডাবল সেঞ্চুরি করতে পারেননি কোনও ব্যাটসম্যান। সেদিক থেকে জো রুট হলেন প্রথম ক্রিকেটার, যিনি নিজের ১০০তম টেস্টে ২০০ রানের গণ্ডি টপকালেন।
ক্যারিয়ারের শততম টেস্টে এতদিন সবচেয়ে বেশি রান করেছিলেন প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক ইনজামাম উল হক। তিনি নিজের মাইলস্টোন টেস্টে ১৮৪ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন। তবে আর কেউই নিজের এমন মাইলস্টোন ম্যাচে দেড়শো রানের গণ্ডি টপকালে পারেননি। অবশেষে ইনজামামের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস রচনা করেন রুট।
ক্যারিয়ারের শততম টেস্টে তিন অঙ্কের ইনিংস খেলা ক্রিকেটারদের তালিকা:
১. কলিন কাউড্রেই (ইংল্যান্ড): ১০৪ (১৯৬৮)।
২. জাভেদ মিয়াঁদাদ (পাকিস্তান): ১৪৫ (১৯৮৯)।
৩. গর্ডন গ্রীনিজ (ওয়েস্ট ইন্ডিজ): ১৪৯ (১৯৯০)।
৪. অ্যালেক স্টুয়ার্ট (ইংল্যান্ড): ১০৫ (২০০০)।
৫. ইনজামাম উল হক (পাকিস্তান): ১৮৪ (২০০৫)।
৬. রিকি পন্টিং (অস্ট্রেলিয়া): ১২০ ও অপরাজিত ১৪৩ (২০০৬)।
৭. গ্রেম স্মিথ (দক্ষিণ আফ্রিকা): ১৩১ (২০১২)।
৮. হাসিম আমলা (দক্ষিণ আফ্রিকা): ১৩৪ (২০১৭)।
৯. জো রুট (ইংল্যান্ড): ২১৪ ব্যাটিং (২০২১)।
বিডি প্রতিদিন/আরাফাত