বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
দলে আছে তিন নতুন মুখ। ইনজুরির কারণে দলে নেই নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন। তার বদলে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক ব্যাটসম্যান টম লাথাম।
এদিকে, অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত ব্যাটিং করায় প্রথমবার ওয়ানডে দলে জায়গা করে নিয়েছেন ডেভন কনওয়ে।
এছাড়াও এই সিরিজে প্রথমবার ডাক পেয়েছেন উইল ইয়ং এবং ডারয়াল মিচেল।
উইল ইয়ং এর আগে দু’টি টেস্ট ম্যাচ খেললেও ওয়ানডে দলে এবারই প্রথম। আর ডারয়াল মিচেলের অভিজ্ঞতা আছে টেস্ট, টি টোয়েন্টি খেলার।
আগামী ২০ মার্চ থেকে শুরু হবে নিউজিল্যান্ড-বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
বিডি প্রতিদিন/কালাম