পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২৫১ রানে অলআউট হয়েছে বাংলােদেশ। শ্রীলঙ্কার প্রথম ইনিংস থেকে ২৪২ রানে পিছিয়ে বাংলাদেশ।
বাংলাদেশ অলআউট হওয়ার পর ফলোঅন চাপিয়ে না দিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা। ব্যাট করছেন দিমুথ করুনারত্নে (১১) ও লাহিরু থিরিমান্নে (১)।
পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের বিপক্ষে অভিষেক হয়েছে শ্রীলঙ্কান ক্রিকেটার প্রবীন জয়াবিক্রমের। তিনি অভিষেক টেস্টেই নিয়েছেন ৬ উইকেট। যা শ্রীলঙ্কার হয়ে সবচেয়ে দারুণ বোলিং।
আজ শনিবার সকালে ৭ উইকেটে ৪৯৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল স্বাগতিক শ্রীলঙ্কা।
বিডি প্রতিদিন/ফারজানা