৬ মে, ২০২১ ১৫:৪৯

করোনায় লণ্ডভণ্ড ভারত; এবার এগিয়ে এলেন ইরফান-ইউসুফ

অনলাইন ডেস্ক

করোনায় লণ্ডভণ্ড ভারত; এবার এগিয়ে এলেন ইরফান-ইউসুফ

ভারতে প্রতিদিন করোনায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছেন। হাসপাতালের বেড আর অক্সিজেনের জন্য হাহাকার চলছে। এমন পরিস্থিতিতে ভারতের সহায়তায় পাশে দাঁড়িয়েছেন অনেকেই। এবার করোনা আক্রান্ত মানুষের পাশে দাঁড়ালেন ক্রিকেটার দুই ভাই- ইরফান পাঠান ও ইউসুফ পাঠান। 

তারা জানান, তাদের যে ক্রিকেট একাডেমি রয়েছে, সেখান থেকে দক্ষিণ দিল্লির করোনা আক্রান্তদের বিনা পয়সায় খাবার বিতরণ করা হবে।

ইরফান পাঠান টুইট করে জানিয়েছেন, 'গোটা দেশ যখন কোভিডের দ্বিতীয় ঢেউ সামলাচ্ছে, তখন আমাদের সবার দায়িত্ব আর্তদের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। দক্ষিণ দিল্লির করোনা আক্রান্তদের আমাদের একাডেমি থেকে ফ্রি খাবার বিতরণ করা হবে।'

এর আগে একাধিক সামাজিক প্রকল্পে এগিয়ে এসেছেন এই দুই ভাই। গত বছর সময় দুই ভাই মিলে মাস্ক বিতরণ করেছিলেন। এছাড়া তাদের বাবা মেহমুদ খান নিজের স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে বিনামূল্যে খাবার বিতরণ করেছিলেন। 


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর