বিরতি দিয়ে শুরু হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচে শেখ রাসেল ক্রীড়া চক্র ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের লড়াই গোলশূন্য ড্রয় হয়েছে। বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুদল মুখোমুখি হয়।
যেখানে প্রথমার্ধে মুক্তিযোদ্ধা বেশ কয়েকটি সুযোগ পেলেও শেখ রাসেল প্রতিপক্ষের গোলরক্ষকের সেভাবে পরীক্ষা নিতে পারেনি।
বিরতির পর শেখ রাসেলকে হতাশ করেন মোনেকে। ডান দিক দিয়ে বক্সে ঢুকে ফাহিম আহমেদ কাট ব্যাক ভালো জায়গায় পেলেও শট নিতে পারেননি এই নাইজেরিয়ান ফরোয়ার্ড। আগেই তা ক্লিয়ার করেন মুক্তিযোদ্ধার এক ডিফেন্ডার।
১৭ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে শেখ রাসেল। আর ১৬ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে মুক্তিযোদ্ধা সংসদ।
বিডি প্রতিদিন/আরাফাত