৪ আগস্ট, ২০২১ ১১:০৪

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচ জিতেই সিরিজ পাকিস্তানের

অনলাইন ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এক ম্যাচ জিতেই সিরিজ পাকিস্তানের

ফাইল ছবি

চার ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের এক ম্যাচ জিতেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ জিতল সফরকারী পাকিস্তান। এর আগে সিরিজের তিনটি ম্যাচ বৃষ্টি বাগড়ায় ভেস্তে গেছে। ফলে ১ ম্যাচ জিতেই সিরিজ জিতে নিল পাকিস্তান।

মঙ্গলবার গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টস জিতে উইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠায় পাকিস্তান। হার এড়াতে হলে এ ম্যাচটি জিততেই হতো ওয়েস্ট ইন্ডিজকে। শুরুটাও ভালোই হয়েছিল তাদের। কিন্তু বেরসিক বৃষ্টি ভাসিয়ে নিয়ে গেল এই ম্যাচটিও।  

ব্যাট করতে নেমে ঝড়ো শুরু করেন স্বাগতিক দলের দুই ওপেনার আন্দ্রে ফ্লেচার ও ক্রিস গেইল। মোহাম্মদ হাফিজের করা প্রথম ওভার থেকে আসে দুই ছক্কাসহ ১৪ রান। মোহাম্মদ ওয়াসিমের করা ইনিংসের দ্বিতীয় ওভার থেকে গেইলের পরপর দুই চারের সুবাদে আসে ১২ রান।

এরপর হাসান আলি আক্রমণে এসে স্বাগতিকদের রানের চাকার গতি কমিয়ে দেন। তার করা ইনিংসের তৃতীয় ওভারে কেবল একটি চারই আসে ফ্লেচারের ব্যাট থেকে। তবে ৩ ওভারে ৩০ রান তুলে ফেলে ক্যারিবীয়রা।

৩ ওভার পরেই হানা দেয় বৃষ্টি। প্রায় ৩ ঘণ্টা অপেক্ষার পর খেলা মাঠে গড়ানোর সম্ভাবনা জাগলেও আবারও বৃষ্টি হানা দিলে আর সম্ভব হয়নি। ফলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। ফলে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৭ রানে জেতা পাকিস্তান সিরিজটি জিতে নিল ১-০ ব্যবধানে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর