টোকিও অলিম্পিকে নারী বিভাগে নতুন বিশ্বরেকর্ড গড়েছেন যুক্তরাষ্ট্রের সিডনি ম্যাকলাফলিন। তিনি বিশ্বরেকর্ড গড়ে ৪০০ মিটার হার্ডলস জিততে সময় নেন ৫১.৪৬ সেকেন্ড। এতে অলিম্পিকে প্রথম স্বর্ণ জিতেলেন সিডনি। এই ইভেন্টে অল্পের জন্য দ্বিতীয় হয়েছেন সিডনির স্বদেশি দালিলাহ মোহাম্মদ।
দালিলাহ মোহাম্মদের সময় লেগেছে ৫১.৫৮ সেকেন্ড। অথচ শেষের ৫০ মিটার পর্যন্ত এগিয়েই ছিলেন ২০১৬ সালের রিও অলিম্পিকে স্বর্ণজয়ী দালিলাহ।
নারীদের ৪০০ মিটার হার্ডলসে ব্রোঞ্জ জিতেছেন নেদারল্যান্ডসের ফেমকে বোল। তার সময় লেগেছে ৫২.০৩ সেকেন্ড। যা কি না নতুন ইউরোপিয়ান রেকর্ড।
এর আগে চলতি অলিম্পিকে ৪০০ মিটার হার্ডলসের পুরুষ বিভাগে বিশ্ব রেকর্ড গড়েছিলেন নরওয়ের কারস্টেন ওয়ারহোম।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন