৫ আগস্ট, ২০২১ ১৪:৫৩

শর্ত দিলেও দুই ম্যাচে গ্যালারিতে বল ফেলতে পারেনি অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

শর্ত দিলেও দুই ম্যাচে গ্যালারিতে বল ফেলতে পারেনি অস্ট্রেলিয়া

বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুইটিতেই হেরেছে অস্ট্রেলিয়া। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে জৈব সুরক্ষা বিষয়ক বেশ কিছু চুক্তিতে বাংলাদেশ সফর করছে তারা। সেই শর্তগুলোর একটি হলো কোনো ব্যাটসম্যানের ছক্কার মার উড়ে গিয়ে গ্যালারিতে পড়লে সেই বল আর মাঠে ফিরিয়ে আনা যাবে না। নতুন বল দিয়ে খেলা শুরু হবে।

তবে গত দুই ম্যাচে একবারও বল গ্যালারিতে পাঠাতে পারেনি অজি ব্যাটসম্যানরা। অবশ্য দুইবার বল গ্যালারিতে গেছে। তবে দুইবারই ব্যাটসম্যান ছিলেন বাংলাদেশি। গত মঙ্গলবার প্রথম ম্যাচে তিনটি ছক্কা মারে বাংলাদেশ। এর মাঝে নাঈম ২টি আর মাহমুদউল্লাহ একটি। গ্যালারিতে পড়া বলে আর খেলা হয়নি।

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা ছক্কা মেরেছে মাত্র ২টি। একটাও গ্যালারিতে যায়নি। বাংলাদেশ জিতেছে ২৩ রানের ব্যবধানে। সেটাই ছিল টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম জয়। আর গতকাল বুধবার দ্বিতীয় ম্যাচে ৫ উইকেটে জয় পায় বাংলাদেশ।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর