অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ পাঁচ ম্যাচ সিরিজ জিতেছে ৪-১ ব্যবধানে। চতুর্থ ম্যাচটি হেরে যাওয়ায় হোয়াইটওয়াশের স্বপ্ন পূরণ হয়নি টাইগারদের। সিরিজের শেষ ম্যাচে ১৩.৪ ওভারে ৬২ রানের গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। যা টি-২০ ক্রিকেট ইতিহাসে অস্ট্রেলিয়ার সর্বনিম্ন স্কোর। বাংলাদেশের বিপক্ষেও সর্বনিম্ন। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া ১৪.৩ ওভারে মাত্র ৭৯ রানে অলআউট হয়েছিল।
চিরশত্রু অস্ট্রেলিয়ার এমন লজ্জার হারে আনন্দ প্রকাশ করেছেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। গতকাল অস্ট্রেলিয়া ৬২ রানে গুটিয়ে যাওয়ার পর অস্ট্রেলিয়াকে খোঁচা দিয়ে টুইট করেছেন ভন। সাবেক ইংলিশ অধিনায়ক লিখেছেন, ‘৬২ রানে অলআউট হয়ে গিয়েছে অস্ট্রেলিয়া। গলা ভিজিয়ে নেওয়ার সময় এসেছে!’
অস্ট্রেলিয়াকে লজ্জা দেওয়ার দিনে মাইলফলক গড়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। টি-২০ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় বোলার হিসেবে উইকেটের সেঞ্চুরি গড়েন। প্রথম বোলার হিসেবে শ্রীলঙ্কার ল্যাসিথ মালিঙ্গা এখন পর্যন্ত ৮৪ ম্যাচে ১০৭ উইকেট নিয়ে সবার উপরে রয়েছেন। সাকিবের উইকেট এখন ৮৪ ম্যাচে ১০২ উইকেট। তিনে থাকা নিউজিল্যান্ডের ফাস্ট বোলার টিম সাউদির উইকেট ৮৩ ম্যাচে ৯৯ উইকেট। সাকিবের রেকর্ড গড়া দিনে ৩ উইকেট নিয়েছেন সাইফুদ্দিন এবং নাসুমও নেন ৩ উইকেট।
বিডি প্রতিদিন/ফারজানা